কেন বর্তমানে ফেসবুক বিজনেস পেজ সাজানো অপরিহার্য হয়ে পড়েছে!
এই কিছুকাল আগেও পেইজ ভালোভাবে সেটআপ
এবং অপটিমাইজেশন করা এতটা গুরুত্বপূর্ণ ছিলনা, এর কারন হলও গত এক দুই বছরে বিশ্ব পরিস্থিতির কারনে অনলাইন ভিত্তিক বিজনেসের ব্যাপক বৃদ্ধি পেয়েছে, এই কারনে অন্যান্য মিডিয়ার পাশাপাশি ফেসবুকে বিজনেস পেজের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে যার ফলে মার্কেটে কম্পিটিশন বৃদ্ধি পেয়েছ। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একটি বিজনেস পেজ সঠিক ভাবে সেটআপ করা এবং অপটিমাইজ করা অত্যন্ত জরুরী। ফেসবুকও এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
FACEBOOK মার্কেটিং এর প্রথম কাজ একটি প্রফেশনাল FACEBOOK BUSINESS PAGE তৈরি করা!
এই মহামারীতে সবাই অনলাইন দোকান খুলতে ব্যাস্ত, তাই সবাই যেনতেন ভাবে একটা কভার ফটো আর একটা প্রোফাইল পিকচার দিয়ে খুলে ফেলছে অনলাইন দোকান, মানে ফেসবুক পেজ।
কিন্তু জানেন কি - একটা পেজ এর যদি প্রফেশনাল লুক না থাকে তার অবস্থা কি হয়?
একটা মার্কেটে বা পাড়ার দোকানে যদি ভালোভাবে ডেকোরেশন করা না থাকে সে দিকে মানুষ যেতে চায়না, কিন্তু পাশে যদি আর একটা আধুনিক ও স্মার্ট ডেকোরেশন করা দোকান থাকে তাহলে সেদিকেই মানুষ বেশী যায়। আমি নিজেও সেটা করি আপনিও নিশ্চয় একই কাজ করে থাকবেন।
ফলে কিছুদিন পর স্মার্ট-সাজানো দোকানের এগিয়ে যাবার বিপরীতে অসুন্দর অগোছানো দোকান গুটিয়ে যেতে বাধ্য হয়।
আপনার পেজের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। একটা বিজনেস পেজ যত সুন্দর, স্মার্ট ও গোছানো হবে সেটার পাবলিক রিচ, সার্চ রেজাল্ট, ব্র্যান্ড ভ্যালু ও সেল ততটাই ভালো হবে।
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেন এবং কতটা জরুরী?
📣 একটি 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ মানে একটি ভার্চুয়াল দোকান বা সুপার শপ। ডেকোরেশন ছাড়া দোকানের পণ্য বিক্রয় যেমন বৃদ্ধি পায়না ; তেমন সাজানো একটি পেজ না থাকলেও কাঙ্খিত ক্রেতা পাওয়া যায় না।
📣 কম্পিটিশনের এই মার্কেটে একটি সাজানো-গোছানো 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় ও ব্যবসার প্রসার ঘটায়।
📣 সঠিক নিয়মে পেজ সাজানো থাকলে; 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 এর বিভিন্ন রেস্ট্রিকশন থেকে পেজ নিরাপদ থাকে এবং সার্চ রেজাল্টে এগিয়ে রাখে।
📣 গ্রাহক আকর্ষণ বৃদ্ধি পায় এবং গ্রাহকের সাথে সম্পর্ক মজবুত করে।
📣 আপনার ব্র্যান্ডিং প্রকাশ এবং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করে।
👉ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে সাজাতে কি কি কাজ করা প্রয়োজন❓
একটা পেজ অপটিমইজেশন করা কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করা যায়- আপনি যখন কোন পেজ সম্পর্কে জানতে চান আসলে সে ব্যাবসায়ী হিসেবে প্রফেশনাল কিনা।অনলাইন এ ব্যাবসায়ীর ব্যাক্তিত্ব বা প্রফেশনালিজম ফুটে ওঠে তার পেজ,ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদির আউটলুক দেখতে কেমন তার উপর। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী।আপনি একটি পেজ কোনভাবে খুললেন আর অমনিতেই অনলাইনে সেল করা শুরু কর দিলেন- তখন শর্ট টার্মে আপনি হয়ত কিছু সেল পাবেন। কিন্তু আলটিমেটলি আপনার পেজ বেশীদিন ভিসিবল থাকবেনা, হারিয়ে যাবে প্রফেশনাল মার্কেটারদের আড়ালে। আপনি যদি ফেসবুক পেজ অপটিাইজেশন সম্পর্কে একটু আগ্রহী হয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য।
একটি প্রফেশনাল পেজ Configure করতে বা সাজাতে কি কি করা দরকার আমাদের জানা আপডেট অনুসারে তা নীচে শেয়ার করছি ।
1. Name selection,
2. Category Set:
3. Short Description .- এখানে কিছু আপনার নিশ রিলেটেড কীওয়ার্ড রিসার্চ করে দেওয়া ।
4. Cover Photo design (Smart Looking Design এবং ডেস্কটপ ও মোবাইল ভিউ অপটিমাইজড সাইজ দেয়া)
5. Logo Design-
6. Logo description : এখানে পণ্য বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দেয়া।
7. Username তৈরি করা।- এর জন্য কিছু লাইক সংগ্রহ করে নিতে হবে, মাঝে মাঝে শুরুতেই দিয়ে দেয়।
8. Call to Action Button - সেট করা।
9. WhatsApp connect- বর্তমানে পেজ এর সাথে WhatsApp connect করা গুরুত্বপূর্ণ।
10. Create New Post- নতুন পোস্ট শেয়ার করা, দিনে অন্তত ২ টি পোস্ট শেয়ার করা উচিৎ।
11. E-mail, Phone Number, Website , Location, Postal code and address ইত্যাদি যুক্ত করা।
12. About us প্রতিষ্ঠান বা আপনার বিজনেস রিলেটেড সংক্ষিপ্ত পরিচয় দেয়া। নিশ রিলেটেড কীওয়ার্ড ফোকাস রাখা।
13. Open and closing time সেট করা।
14. Story or long description কীওয়ার্ড রিলেটেড লেখা।যেটা দিয়ে মানুষ সার্চ করলে সেই পণ্য বা সার্ভিস সম্পর্কে যেন সার্চ রেজাল্টে আসে।
15. Review tab open করা।
16. Templates & Tab - পেজের ধরন অনুযায়ী Templates & Tab চুজ করা
17. Invite Friends- কিছু ফ্রেন্ডস ইনভাইট করা।
18. Join Some Groups as your page- বিভিন্ন গ্রুপে পেজের নামে জইন করা।
19. Like Others page As your Page- অন্য পেজে নিজের পেজ থেকে লাইক দেয়া।
20. Shop tab, service tab,কাষ্টমাইজ করা- আপনি যদি একটি দুটি পণ্য সেল করেন তাহলে এগুলু শুরুর দিকে না করলেও চলবে
21. Pin post :গুরুত্বপূর্ণ পোস্ট গুলা পিন পোস্ট করা যাতে সবাই প্রথমেই পোস্ট গুলো দেখে।
22. Massager auto reply সেট করা।
ফেসবুক নিত্য আপডেট হয়ে থাকে, নতুন কোন আপডেট থাকলে আপডেট থাকতে হবে, আমরাও পাশে আছি, ইনশাআল্লাহ!
Page Set Up এবং Optimization সার্ভিসে কি কি করা হবে ?
➤ Unique Logo Optimization💨
➤ Unique Cover Photo Design - 2 Design
➤ Mobile & Desktop friendly cover photo size optimized
➤ SEO Focused About Description
➤ Additional Information with Focused Keyword
➤ All required information Fill-up
➤ Location Mapping & Contact Information
➤ Service Section Setup & Description
➤ Templates,Tabs & CTA Optimization
➤ Messenger Built-in Automated Message Setup
➤ Instagram/What's App Account linked up
➤ Other technical support
পেজ Optimize এবং Set Up এর নমুনা
ফেসবুক বিজনেস পেজ সেটআপ ও অপটিমাইজের
বাহ্যিক কিছু নমুনার স্ক্রিনশট নীচে দেয়ার চেষ্টা করেছি, এর বাইরেও বেশ কিছু ভিতরগত কাজ থাকে।
Client Review